শনিবার, ০৩ Jun ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর জেলায় কর্মরত পত্রিকা হকারদের মাঝে স্থানীয় দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ করা হয়েছে। ০২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুর শহরের বাগবাড়ী করিম টাওয়ার পত্রিকা অফিস কার্যালয়ে এই উপলক্ষে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আবদুল মালেক, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: জহির উদ্দিন, দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বায়েজীদ ভূঁইয়া,নির্বাহী সম্পাদক মো:রবিউল ইসলাম খান,লক্ষ্মীপুর রহমানিয়া প্রেস (পত্রিকা এজেন্সী) ব্যবস্থাপক মো: রাকিব হোসেন,সাংবাদিক জাহাঙ্গীর হোসেন লিটন,তাপস সাহা,সোহেল রানা, ফয়সাল কবির প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ হকারদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা,কলম,স্কেল ও অন্যান্য উপকরণসহ কম্বল বিতরণ করা হয়।