শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমের উদ্যোগে মাস্ক বিতরণ

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ধাপ মোকাবেলায় মানিকগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শহরের শহীদ রফিক চত্তরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আফসার উদ্দিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, মানিকগঞ্জ জেলা কমিউনিটি কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হবিবুর রহমান, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আকবর আলী খান, ডিআইও-১ রবিউল ইসলাম, ওসি ডিবি হানিফ সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাস দিন দিন বাড়ছে। তাই করোনা মুক্ত থাকতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে।রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতায় করোনা দ্বিতীয় ধাপ নিয়ন্ত্রণেও আমরা সফল হবো।

সভা শেষে মানিকগঞ্জের শহরের প্রধান সড়কে চলাচলরত যানবাহনের চালক, যাত্রী, পথচারী ও বিভিন্ন দোকানপাটের ক্রেতা-বিক্রেতাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে করোনা মোকাবেলায় তাদেরকে নিয়মিত মাস্ক পরার আহ্বান জানানো হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: