বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

করোনা প্রতিরোধে ধামরাই থানা পুলিশের মাস্ক বিতরণ অব্যাহত

মোঃ মাহবুবুল আলম রিপন, ধামরাই প্রতিনিধি :: করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে ঢাকার ধামরাই থানার পুলিশের ব্যাপক ভুমিকা লক্ষ্য করা যাচ্ছে। করোনা প্রতিরোধ করতে ধামরাই থানা পুলিশের উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের, ধামরাই বাজারের ঢুলিভিটা বাসস্ট্যান্ডসহ ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাভার সার্কেল মোঃ শাহিদুল ইসলাম, ধামরাই থানার অফিসার ইনচার্জ জনাব আতিকুর রহমান ও ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ও ( অপারেশন) মোঃ নয়ন মিয়া, ফোর্সসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।

জানা গেছে রোববার বিকেলে ধামরাই থানা পুলিশ পৌর এলাকার দোকানদার, ক্রেতা, প্রতিবন্ধী ও পথচারীদের মাঝে নিজহাতে মাস্ক বিতরণ করেন।

এসময় অধিকাংশ মানুষকে মাস্কবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করতে দেখা যায়। ধামরাই থানার অফিসার ইনচার্জ জনাব আতিকুর রহমান তাদের ডেকে মাস্ক পরিধাণ করতে বাধ্য করেন।

এরআগে ধামরাই থানার বিভিন্ন ইউনিয়নে, বাজারে ধামরাই থানা পুলিশের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ধামরাই থানা পুলিশ । ধামরাই থানা পুলিশ বিভিন্ন এলাকায় মাইকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক বক্তব্য রাখেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: