মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম
চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয়ায় আনন্দ মিছিল  চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের ঈদে ১৪ টি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে প্রিন্স খানের চাটখিলে পৈত্রিক সম্পত্তি জবরদখলে ষড়যন্ত্রের অভিযোগ তপ্তদেহ শীতল করতো গাছের নিচে বসেই, গাছ না থাকায় এত গরম সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর-ধর্মমন্ত্রী দেশের স্বার্থ বিরোধী কাজের সাথে যারাই জড়িত, তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী – আনু মুহাম্মদ উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি

সীমিত পরিসরে চলবে উচ্চ আদালতের কার্যক্রম

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে আজ ৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম চলবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে। ৫ এপ্রিল হতে এফিডেভিটকৃত অতীব জরুরি বিষয়ে রীট, দেওয়ানী ও ফৌজদারী সংক্রান্ত একটি করে ডিভিশন বেঞ্চ এবং কোম্পানী ও অ্যাডমিরালটি সংক্রান্ত একটি বেঞ্চ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্ঞ্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুনানি করবেন। সংশ্লিষ্ট আদালত মামলার শুনানির তারিখ ও সময় নির্ধারণ করবেন।’

হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও দেয়া আছে।

এছাড়াও করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। চলতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার বেলা ১১ থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে অতীব জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তি হবে। আপিল বিভাগের রেজিষ্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: