মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম
চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয়ায় আনন্দ মিছিল  চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের ঈদে ১৪ টি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে প্রিন্স খানের চাটখিলে পৈত্রিক সম্পত্তি জবরদখলে ষড়যন্ত্রের অভিযোগ তপ্তদেহ শীতল করতো গাছের নিচে বসেই, গাছ না থাকায় এত গরম সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর-ধর্মমন্ত্রী দেশের স্বার্থ বিরোধী কাজের সাথে যারাই জড়িত, তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী – আনু মুহাম্মদ উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি

শিবালয়ে টিকার দ্বিতীয় ডোজ নিলেন ইউএনও, ওসি, স্বাস্থ্য কর্মকর্তা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মানিকগঞ্জে শিবালয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ৮ এপ্রিল সকাল ১১টার দিকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।
৮ এপ্রিল ২০২১ মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন, শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবির, ও শিবালয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ইকবালসহ স্বাস্থ্য ও শিবালয় উপজেলা প্রশাসন, শিবালয় থানা, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন।

শিবালয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ইকবাল বলেন, দ্বিতীয় ডোজ টিকার পাশাপাশি প্রথম ডোজ টিকাও দেওয়া হচ্ছে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন জানান করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তার সাথে সকলকে মাস্ক পরিধান করার অনুরোধ জানান। শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবির বলেন সরকারি সকল নির্দেশনা সকলকে মেনে চলার কথা বলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: