মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম
চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয়ায় আনন্দ মিছিল  চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের ঈদে ১৪ টি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে প্রিন্স খানের চাটখিলে পৈত্রিক সম্পত্তি জবরদখলে ষড়যন্ত্রের অভিযোগ তপ্তদেহ শীতল করতো গাছের নিচে বসেই, গাছ না থাকায় এত গরম সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর-ধর্মমন্ত্রী দেশের স্বার্থ বিরোধী কাজের সাথে যারাই জড়িত, তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী – আনু মুহাম্মদ উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন নোয়াখালীর সাংবাদিকরা

নোয়াখালী প্রতিনিধি :: করোনা ভ্যাকসিন প্রথম ডোজের পরে এবার দ্বিতীয় ডোজ টিকা নিলেন নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। তিনি শনিবার দুপুরের দিকে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতাল ও সুবর্ণচর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত বুথে গিয়ে করোনার ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নেন।একই সাথে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ টিকা গ্রহণ করেন।

এসময় সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল, সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক আব্দুল বারী বাবলু,সাংবাদিক নিজাম উদ্দিন,সাংবাদিক ঠাকুর চন্দ্র দাস ভ্যাকসিন নেন।

সাংবাদিকরা ভ্যাকসিন এর টিকা নিতে গেলে সার্বিক সহযোগিতা করেন নোয়াখালী সদর হাসপাতালের ও চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ও সেবক গণ। নোয়াখালী সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার জানান , গত ৮ তারিখে শুরু হয় তৃতীয় দিনে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষসহ ২৫০০ জনকে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল বলেন, ফেব্রুয়ারির ৯ তারিখে প্রথম ডোজ নিয়েছি, আজ দ্বিতীয় ডোজ নিলাম। টিকা দান একটি সহজ পদ্ধতি, এটি প্রয়োগের ফলে আলহামদুলিল্লাহ্ আমরা ভালো আছি আমাদের কোন সমস্যা হয়নি, আপনারাও নির্ভয় এই টিকা নিতে পারেন, বাংলাদেশকে করোনা মুক্ত করতে এই টিকার বিকল্প নেই। টিকা দিন, আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার সমাজ এবং দেশকে সুরক্ষিত রাখুন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: