শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

সরকারি বিজ্ঞাপন-ক্রোড়পত্রের বিল শোধের দাবিতে তথ্যমন্ত্রীকে চিঠি

নিউজ ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতরের আগে সংবাদপত্রের বকেয়া সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের বিল পরিশোধের দাবিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে চিঠি দিয়েছে ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’। গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) তথ্যমন্ত্রীর বাসভবন এ চিঠি দেয়া হয়।

সংগঠনের সদস্যসচিব ও দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দুপুরে মন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে চিঠি হস্তান্তর করি। এ ব্যাপারে মন্ত্রী ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।’

ফোরামের পক্ষ থেকে চিঠি দেয়ার সময় বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক ও দৈনিক স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন এবং সদস্য সচিব ও দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: