শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

ক্লাস-পরীক্ষা শুরু করতে চান রাবির শিক্ষকরা

নিউজ ডেস্ক :: ক্লাস পরীক্ষা শুরু করতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। এ বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বুধবার (২৬ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে এ মতবিনিয়ম সভা অনু্ষ্ঠিত হয়।

এসময় প্রশাসনের পক্ষে রাবির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আল আরিফ ও রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

এছাড়া শিক্ষক সমিতির পক্ষে নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. সাইয়েদুজ্জামান (মিলন), সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ ড. রেজিনা লাজ এবং সদস্যদের মধ্যে অধ্যাপক ড. মো. রেজাউল করিম-২, অধ্যাপক ড. মো. ইয়ামিন হোসেন, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম (রয়েল), সহযোগী অধ্যাপক ড. এ কে এম মাহমুদুল হক (টুটুল) ও ড. আজিজুর রহমান (শামীম) উপস্থিত ছিলেন।

শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বিভিন্ন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা চরম হতাশায় পড়েছেন। অনেকের চাকুরিজীবনে প্রবেশ বিলম্বিত হওয়ায় তারা মানসিক চাপে পড়েছেন। এজন্য ক্লাস-পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে।

সভায় পরীক্ষা নেয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নিলে শিক্ষক সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন শিক্ষক নেতারা। রাবির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের থেকে কিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে। তবে দ্রুত ক্লাস-পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিদের পরামর্শক্রমে পদক্ষেপ নেয়া হবে। শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেই সব সিদ্ধান্ত নেয়া হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: