শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

সাংবাদিক রুহুল কুদ্দুস মনি আর নেই

নিউজ ডেস্ক :: সাংবাদিক রুহুল কুদ্দুস মনি আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন। রুহুল কুদ্দুস ১৯৮০ সালে সাপ্তাহিক পাবনা বার্তায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। ঢাকায় এসে দৈনিক দিনকাল, বাংলা বাজার পত্রিকা, বাসসসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন।

এক সময় বাংলাদেশ টেলিভিশনে নদী ও পানি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুখ দুঃখের নদী’ এবং ‘দৈনন্দিন খাবার ও পুষ্টি’ অনুষ্ঠান পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করতেন তিনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন তিনি।

সাংবাদিক রুহুল কুদ্দুস মনি নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতাদের একজন। ফোরামের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: