বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫:৫৯ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে দরিদ্র,অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর উদ্যোগে মঙ্গলবার (৩ আগস্ট) সকালে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে বক্ত্যব রাখেন, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (অতিরিক্ত দায়িত্ব) প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, পরিচালক মো.আবু নাসের।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ অনিদ্য গুহ, ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্ধসঢ়;,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমূখ।
দরিদ্র,অসহায় ও কর্মহীন মানুষে মাঝে সর্বমোট এক হাজার বস্তা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল ১২কেজি, ডাল ২.৫কেজি, আলু ৩কেজি, পেঁয়াজ ১কেজি, লবণ ২কেজি,সয়াবিন তেল ১লিটার, সাবান ২পিস।