মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম
চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয়ায় আনন্দ মিছিল  চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের ঈদে ১৪ টি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে প্রিন্স খানের চাটখিলে পৈত্রিক সম্পত্তি জবরদখলে ষড়যন্ত্রের অভিযোগ তপ্তদেহ শীতল করতো গাছের নিচে বসেই, গাছ না থাকায় এত গরম সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর-ধর্মমন্ত্রী দেশের স্বার্থ বিরোধী কাজের সাথে যারাই জড়িত, তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী – আনু মুহাম্মদ উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি

শেষ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক :: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজটা এরই মধ্যে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম তিন ম্যাচ জেতায় বাংলাদেশের সামনে সুযোগ ছিল অজিদের হোয়াইটওয়াশের স্বাদ দেওয়ার। কিন্তু পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচটা জিতেছে অজিরা। তাই সুবর্ণ সেই সুযোগ হাতছাড়া হয়েছে টাইগারদের। এবার শেষ ম্যাচটা হাতছাড়া করতে চায় না মাহমুদউল্লাহ রিয়াদের দল।

৪-১ এর লক্ষ্য নিয়ে আজ সোমবার অজিদের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সফরে কঠিন পরীক্ষাই দিতে হচ্ছে অজিদের। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের ছাড়াই বাংলাদেশে এসেছে তারা। ব্যাটিং ধারটাই তাই কমেছে তাদের। এই সিরিজে ওয়ার্নার-স্মিথ, নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের অভাব ভালোভাবেই টের পাচ্ছে দলটি। তবে চতুর্থ ম্যাচটা জেতায় আত্মবিশ্বাস ফিরেছে তাদের। তাই শেষ ম্যাচটায় জয়ের বিশ্বাস নিয়েই নামছে দলটি।

অস্ট্রেলিয়ার এক ঝাঁক তারকা যেমন আসেননি, বাংলাদেশও তেমন বেশ কিছু বড় তারকার সার্ভিস পায়নি এই সিরিজে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসের মতো প্রতিষ্ঠিত তারকাদের ছাড়াই অজিদের সিরিজ হারানোর কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।

এখন পর্যন্ত দুই দলের ৮ বারের দেখায় পাঁচ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ জিতেছে তিনটি। এই সিরিজের আগে দুই দল চার ম্যাচে মুখোমুখি হয়। সবগুলোতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবং সবগুলোতেই জয় ছিল অজিদের।

এবার সিরিজের চতুর্থ ম্যাচটাও যদি জিততে পারত বাংলাদেশ, তাহলে টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় মোকাবিলায় জয়ের দিক দিয়ে অস্ট্রেলিয়ার সমান হতে পারত তারা। সেটা না হলেও ব্যবধানটা ৫-৪ করতে চাইবে টাইগাররা।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১০৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ৩৭টি, হার ৬৭টি ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: