বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

বরিশাল সদর ইউএনওর বাসভবনে হামলা, গুলিবর্ষণ, আহত ১০

বরিশাল প্রতিনিধি :: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা হয়েছে। হামলাকারীদের প্রতিরোধ করতে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা গুলি চালিয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার রাত ১০টার পর নগরীর সিঅ্যান্ডবি সড়ক এলাকার সদর উপজেলা চত্বরের বাসভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ইউএনওর বাসভবনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতদের মধে সাতজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান রাত ১১টায় সমকালকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতাকর্মী রাত সোয়া ১০টায় আমার বাসভবনে চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং গালিগালাজ করতে থাকে।

বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনার সূত্রপাত।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: