মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

উপজেলা প্রশাসনের সেমিনার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর প্রতিনিধি :: গতকাল ২৪ অাগষ্ট ২০২১, মঙ্গলবার, বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির অাহবান করেন, নবাগত কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার অাকরাম সাকাপি ইবনে সাজ্জাদ মহোদয়। উপস্থিত ছিলেন, নবাগত কালিয়াকৈর উপজেলা সহকারি কমিশনার ভুমি জনাব মামুনুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব অাব্দুস সাত্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মাসুদুর রহমান।

এছাড়া কালিয়াকৈরে কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধ শত সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় অামি কয়েকটি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে অালোচনা করি। (১) জ্ঞান পিপাসু, চাকুরী প্রার্থী, সাংবাদিক, কবি- সাহিত্যিক, শিক্ষার্থীদের সুবিধার্থে মুজিব জন্মশত বর্ষে বঙ্গবন্ধু গণপাঠাগার প্রতিষ্ঠা করতে হবে। কালিয়াকৈর বাজারে অবস্থিত পাবলিক ক্লাবকে বঙ্গবন্ধু পাবলিক লাইব্রেরী করা হোক। এই ক্লাবটি সরকারি সম্পত্তি জবর দখল করে যুগযুগ ধরে জুয়ার অাসর বসছে।

ক্লাবের নেই কোন অনুমোদন, নেই কোন নিবন্ধন। (২) হলুদ বা অপ- সাংবাদিকতা বন্ধে প্রশাসনের নজরদারি দরকার (৩) কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের জন্য সাংবাদিক পল্লী প্রতিষ্ঠা করা (মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সম্মতিক্রমে)। (৪) নদ নদীর পানি দোষন রোধ কল্পে কলকারখার শিল্পবর্জ্য বন্ধ করতে হবে। (৫) বনভূমি রক্ষা কল্পে বনের জমিতে নির্মিত বানিজ্যিক প্রতিষ্ঠান, দোকান পাট, বানিজ্যিক কলোনি, রির্সোট, দালান কোঠা উচ্ছেদ করে জবর দখল বন্ধ করা। কালিয়াকৈরবাসীর নিকট অনুরোধ করছি, অাপনারা সতেচন হোন, অামার দাবীগুলো গণদাবীতে পরিনত করুন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: