শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

শিবালয় উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযানে ৩ দালালকে আটক করে কারাদণ্ড

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: শিবালয় উপজেলা হেলথ কমপ্লেক্সে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দালাল বিরোধী অভিযানে ৩ দালালকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে। মানিকগঞ্জ ডিবি পুলিশ ও শিবালয় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অন্যান্য দালাল পুলিশের অপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

৯ সেপ্টেম্বর ২০২১ ইং- শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি এস,এম আবু দরদা প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। আটকৃতরা হচ্ছে উথলী মা ডায়াগনষ্টিক সেন্টারের দেবী রানী বণিক (৪০), একতা ডায়াগনষ্টিক সেন্টারের টুটুল (৩০) ও উথলী এক্সরে এন্ড প্যাথলোজী সেন্টারের শিল্পী আক্তার (৩২)

জেলা ডিবি ওসি মোঃ নজরুল ইসলাম জানান, জেলা প্রশাসক আব্দুল লতিফ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ মহোদয়ের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, শিবালয় উপজেলার প্রতিটি ইউনিয়নের উপজেলা প্রশাসনের কড়া নজর রয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের এ মোবাইল কোর্ট চলমান থাকবে। শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আবু দারদা ​বলেন, সরকারী হাসপাতালে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে জানান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: