বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ভিসা নীতিতে বিদেশগামী উচ্চশিক্ষার্থীদের মাঝে কোন প্রভাব ফেলবে না : শিক্ষামন্ত্রী দীপু মনি চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের সাথে মতবিনিময় সভা সুন্দরগঞ্জে জাতীয় পাটির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত যেসব দেশের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকায় না গেলে কারও ক্ষতি হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই – প্রতিমন্ত্রী ভারত যাওয়ার ৪৮ ঘণ্টা আগে ভিসা পেলো পাকিস্তান প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ওবায়দুল হাসান সিলেটে স্ট্যাপ, কার্টিজ পেপার ও কোর্ট ফি তীব্র সংকট ২২ দিন মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

ঠাকুরগাঁওয়ে এক বাছুরের দুই মুখ ও তিনটি চোঁখ

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশে করোনাভাইরাসের দূর্যোগ মূহুর্তে এক বিরল ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের একটি গ্রামে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের রামপুর গ্রামের শামসুল হক এর একটি গরুর বাচ্চা প্রসব করে। গরুর বাচ্চাটি দুইটি মুখ ও তিনটি চোঁখ নিয়ে জন্ম নেয়।

এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বাছুরটিকে দেখতে সকাল থেকে শত শত উৎসুক মানুষ ভীড় করছে শামসুল হকের বাড়িতে। বাছুরটির দুটি মুখ, দুটো কান, তিনটি চোঁখ ও চারটি পা। বাছুরটি জন্মের পর থেকে সুস্থ রয়েছে।

এ বিষয়ে গাভীর মালিক শামসুল হক বলেন, আমি দীর্ঘদিন বাড়িতে গরু পালন করে আসছি। কিন্তু এই ধরণের ঘটনা এই প্রথম। গাভীটি এর আগে আরও বাচ্চা প্রসব করেছে।

তিনি বলেন, আজ গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বেরিয়ে আসে। বাছুরটির দুটি মুখ, দুটি কান, তিনটি চোঁখ ও চারটি পা রয়েছে। আর বাছুরটি এখনো সুস্থ ভাবে বেচেঁ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মুখ ও তিন চোঁখ সম্বলিত বাছুরটি জন্ম হওয়ার পর থেকে ওই বাড়িতে এখন উৎসুক মানুষের ভীড় জমে উঠেছে। তবে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে বাছুরটি দেখতে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: