বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রাতে ইউনাইটেডে নতুন অভিষেক রোনালদোর

নিউজ ডেস্ক :: দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমের সবচেয়ে বড় চমক হিসেবেই নিজের পুরোনো ঠিকানায় ফিরেছেন রোনালদো। সেই পুরোনো ঠিকানায় আজ নতুন করে অভিষেক হতে চলেছে তার।

আন্তর্জাতিক সূচির বিরতির পর শনিবার রাতে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। বাংলাদেশ সময় রাত ৮টায় নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচেই রেড ডেভিলদের জার্সিতে খেলতে দেখা যাবে রোনালদোকে।

ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার নিশ্চিত করেছেন, শনিবারের ম্যাচে মাঠে নামবেন রোনালদো। তবে তিনি ম্যাচের শুরু থেকেই খেলবেন কি না, তা নিশ্চিত করে বলেননি রোনালদোর একসময়কার সতীর্থ সুলশার।

রোনালদোর প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে সুলশার বলেন, ‘জুভেন্টাসের হয়ে প্রাক-মৌসুম সময়টা বেশ ভালো কেটেছে রোনালদোর। জাতীয় দলের হয়েও ভালো সপ্তাহ কাটিয়েছে। আমাদের সঙ্গেও অনুশীলন করেছে। সে অবশ্যই মাঠে নামবে, এটা নিশ্চিত।’

গত সপ্তাহে পর্তুগাল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। তার শেষ সময়ের দুই গোলেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে পর্তুগাল। সেই একই ফর্মের ধারাবাহিতা দেখার আশায় ইউনাইটেড।

আন্তর্জাতিক সূচির বিরতির আগে প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলে দুই জয় ও এক ড্র করেছিল ইউনাইটেড। যার সুবাদে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রেড ডেভিলরা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: