মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

সারিয়াকান্দিতে প্রাতঃভ্রমনে গিয়ে লাশ হল মেডিক্যাল পড়ুয়া ছাত্র

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি :: বগুড়া সারিয়াকান্দিতে মেডিক্যাল পড়ুয়া ছাত্র পানিতে পরে মারা গেছে। সে দিনাজপুর মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। স্হানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭ টায় সারিয়াকান্দি সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের আমজাদ হোসেন মন্ডলের নাতি মেডিক্যাল পড়ুয়া ছাত্র মুসাদ্দির হোসেন ফাইন (২৩) যমুনা নদীতে বেড়াতে গিয়ে পানিতে পরে মারা গেছে। সে গাবতলি উপজেলার হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে। গত কয়েকদিন আগে সে তার নানার বাড়ীতে বেড়াতে এসেছিল। রবিবার তার দিনাজপুর মেডিক্যালে পৌঁছার কথা ছিল।

সারিয়াকান্দি থানার উপ পুলিশ পরিদর্শক মাহবুব হাসান জানান, ফাইন সকালে তার খালাত ভাই বুয়েট পড়ুয়া ছাত্রের সাথে যমুনা নদীতে বেড়াতে যায়। দীঘলকান্দি প্রেম যমুনার ঘাটে নদীতে গোসল করতে নামলে গভীর পানিতে ফাইন ডুবে যায়।

এ সময় তার খালাত ভাইয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে ফাইনকে নদী হতে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে সারিয়াকান্দি হাসপালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকালে ফাইনকে গাবতলি হাতিবান্ধায় তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: