শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

মুন্সীগঞ্জের মেঘনা নদীর জেলেদের সাথে নৌ পুলিশের সংঘর্ষ আহত ১০ জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীর চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা অংশে নৌ-পুলিশের সাথে ইলিশ জেলেদের সংঘর্ষ। এ ঘটনায় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালামসহ পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সালাম এ এস আই ফয়সাল,এস আই শাহ আলম,কনস্টেবল কবির হোসেন ও জেলে আরস আলী বেপারীসহ কমক্ষে ১০ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের মধ্যে কনষ্টেবল কবির হোসেন ও জেলে আরস আলী বেপারীর অবস্থা গুরুতর হওয়ায়,তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

নারায়নগঞ্জ ও মুন্সীগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা জানায়,চরঝাপটা এলাকায় মেঘনা নদীতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করছিলেন,সে সময় তাদের বাঁধা দিলে পুলিশের উপর লাঠিসোটা দিয়ে হামলা চালায় জেলেরা। পরে পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তিনি আরো জানান, আহতদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণের পরে আইনের ব্যবস্থা নেওয়া হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: