মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম
চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয়ায় আনন্দ মিছিল  চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের ঈদে ১৪ টি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে প্রিন্স খানের চাটখিলে পৈত্রিক সম্পত্তি জবরদখলে ষড়যন্ত্রের অভিযোগ তপ্তদেহ শীতল করতো গাছের নিচে বসেই, গাছ না থাকায় এত গরম সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর-ধর্মমন্ত্রী দেশের স্বার্থ বিরোধী কাজের সাথে যারাই জড়িত, তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী – আনু মুহাম্মদ উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি

১৪ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরিক্ষা মূলক ভাবে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: দ্বিতীয় দফায় ১৪ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পরে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরিক্ষা মূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টির দিকে কেটাইপ ফেরি কুঞ্জলতা ১০ ছোট গাড়ী ও ২৫ টি মোটরসাইকেল নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে গেল ১৮ আগস্ট থেকে এই নৌরুটে রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে ৪৭ দিন পর গত ৪ অক্টোবর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হলে সাতদিনের মাথায় আবারো ১২ অক্টোবর ফেরি চলাচল বন্ধ করে দেয় হয়। পরে আজ ২৬ অক্টোব দীর্ঘ ১৪ দিন পরে আবারো পরিক্ষা মূলক ভাবে ফেরি চালু করা হয়েছে।

এব্যাপারে বিআইডাব্লিউটিসির মহাব্যবস্থাপক (মাওয়া জোন) শফিকুল ইসলাম বলেন,পদ্মায় তীব্র স্রোত থাকায় দূর্ঘটনা এড়াতে দুই দফা ৬১ দিন ফেরি সাভির্স বন্ধ রাখা হয়। দ্বিতীয় দফা ১৪ দিন ফেরি বন্ধ রাখার পা আজ পরিক্ষা মূলক ভাবে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। নদীর পরিস্তিতি স্বাভাবিক থাকলে ফেরি স্বচল রাখার চেষ্টা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: