শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত বেড়ে ৪০

নিউজ ডেস্ক :: সুদানের অভ্যুত্থানবিরোধীরা রোববার থেকে দেশটিতে গণ বিক্ষোভের ডাক দিয়েছে। দেশটিতে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে সাধারণ নাগরিকসহ বিরোধীরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ থামাতে সামরিক সরকার নাগরিকদের ওপর গুলি চালায়। দুপক্ষের মধ্যে সংঘর্ষে এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪০ জন। শনিবার (২০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গছে, গত বুধবার দেশটিতে ভয়াবহ বিক্ষোভ হয়। সেদিনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের বেশির ভাগই উত্তর খার্তুমের। তাছাড়া সামরিক অভিযানের সময় আহত হয়েছেন শতাধিক।

তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কিংবা তাদের ওপর কোনো ধরনের গোলাবারুদ ব্যবহারের কথা অস্বীকার করেছে দেশটির পুলিশ। তারা উত্তর খার্তুমে মাত্র একজনের মৃত্যুর খবর নিশ্চিত করছে।

শনিবার গণতন্ত্রপন্থিরা অনলাইনে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গণ বিক্ষোভের ডাক দেয়। শুক্রবার নামাজ শেষে বিক্ষোভকারীরা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বেশ কয়েকটি এলাকায় সমাবেশ করেন। বিশেষ করে উত্তর খার্তুমে। সেখানে লোকজনকে রাস্তাজুড়ে ব্যারিকেড তৈরি করতে দেখা গেছে। নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে বিক্ষিপ্তভাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

এ ঘটনার পরপরই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ। এর আগে সুদানের স্বাধীন চিকিৎসকদের সংগঠনের তথ্য অনুযায়ী, সহিংসতায় প্রাণ গেছে ১৪ জনের এবং আহত হন তিনশ জনের মতো মানুষ।

অরাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনেও। সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরব হয় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা।

সুদানে তিন দশক ধরে প্রেসিডেন্টের ক্ষমতায় ছিলেন ওমর আল-বশির। ২০১৯ সালে ওমর আল-বশির সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: