বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

মানুষের কল্যানে কাজ করুন দুর্নীতি মুক্ত থাকুন যুব সমাবেশে – অর্থমন্ত্রী

রুহুল আমিন, লালমাই (কুমিল্লা) প্রতিনিধি :: কুমিল্লা জেলার লালমাই উপজেলা বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে ২০ নভেম্বর শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমাই উপজেলা শাখার উদ্যোগে আওয়ামী যুবলীগ এর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় ভারচুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান শাহীন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আবদুল হামিদ বিএ, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন,লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বিকম,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার,লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বনিক মানিক প্রমুখ।

সদর দক্ষিণ ও লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব এর সভাপতিত্বে সঞ্চারনা করেন যুবলীগ নেতা এড.জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা উত্তর ইউনিয়ন সভাপতি শামসুল আলম মুন্সি, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহাজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টু,যুবলীগ নেতা কাওসার মোরশেদ, যুবলীগ নেতা সঞ্জয় শর্মা, যুবলীগ নেতা শামসুল রহমান শিমুল,যুবলীগ নেতা রফিকুল ইসলাম মোহন,যুবলীগ নেতা আমান উল্লা আমান,যুবলীগ নেতা লোকমান হোসেন, যুবলীগ নেতা নাছির মির্জা, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।

বক্তব্য অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি ,মানুষের কল্যাণে সবাইকে নিয়োজিত রাখার জন্য পিছিয়ে পড়া মানুষদের কাজে লাগানোর কথা বলেন। তাছাড়া তিনি বলেন,আমি আজও দুর্নীতি মুক্ত আছি। আপনারা ও দুর্নীতি মুক্ত থাকুন। টাকা খেয়ে কারো বিচার করবেন না,ন্যায় বিচার করবেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: