বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দল ঘোষণা, ফিরলেন সাকিব-তাসকিন

নিউজ ডেস্ক :: পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করা হয়।

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি তাসকিন আহমেদ। বিশ্বকাপে চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়া সাকিব ঢাকা টেস্টের মধ্য দিয়ে দলে ফিরছেন।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ স্কোয়াডে নতুন মুখ মোহাম্মদ নাঈম শেখ।টেস্ট ক্রিকেটে এই প্রথম ডাক পেলেন নাইম শেখ।

চট্টগ্রাম টেস্টে মাথায় আঘাত পেলেও সুস্থ হয়ে উঠেছেন ইয়াসির আলি রাব্বি। তাকেও রাখা হয়েছে ঢাকা টেস্টের দলে।

৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। এর আগে সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটা চার দিন লড়েও দুই সেশনের ভুলে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড :: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: