শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্মৃতি মোটর সাইকেল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মানিক সরকার :: গাজীপুরে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্মৃতি মোটর সাইকেল ফুটবল টুর্ণামেন্ট: ২০১৯-২০ এর ফাইনাল খেলা গতকাল শনিবার বিকেলে মহানগরের ২৪ নং ওয়ার্ডের ভানুয়া মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহ্সান রাসেল এমপি। ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: মজিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: কবির হোসেনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আতাউল্ল্যাহ মন্ডল, সহ-সভাপতি এড. মো: ওয়াজ উদ্দিন মিয়া, সহ সভাপতি আলহাজ্ব এড. মো. আমজাদ হোসেন বাবুল ও গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাবেদ আলী জবে, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল্লাহ্ আল মামুন মন্ডল, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: রফিকুল ইসলাম কালু, প্রহলাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল হক আকন্দ প্রমুখ।

মেসার্স খান ট্রেডাস ভূরুলিয়া একাদশ বনাম ফাওকাল উদয়ন সংঘের মধ্যে অনুষ্ঠিত খেলায় ৪-২ গোলে মেসার্স খান ট্রেডার্স ভূরুলিয়া একাদশ জয় লাভ করে। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি মো: জালাল উদ্দিন। তাকে সহযোগিতা করেন মো: জাহাঙ্গীর আলম ও হুমায়ূন কবীর। ধারা বর্ণনায় ছিলেন মো: শরীফ হোসেন, এসকে জিয়াউল হাসান ও এন আই বাবু। বিজয়ী মেসার্স খান ট্রেডার্স এর প্রোপ্রাইটার জসিম উদ্দিন খান এর মোটর সাইকেলের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহ্সান রাসেল এমপি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: