মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

শিবালয় থানায় শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও নির্মিত গৃহ হস্তান্তর হয়েছে

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: গতকাল সারা দেশের ন্যায় মানিকগঞ্জের শিবালয় থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়।

গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ ব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে শিবালয় থানা পুলিশের আয়োজনে থানার নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল নুরজাহান লাবনী শিবালয় থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ শাহিন, এস আই মোঃ জাহাঙ্গীর হোসেন, শিবালয় থানা কমিউনিটি পুলিশের সহ প্রচার সম্পাদক ও দৈনিক বাঙলার জাগরণের মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ আকাশ চৌধুরী প্রমূখ

এসময় থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ শাহিন বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের অঙ্গিকার বাস্তবায়নের লক্ষে সারা দেশের ন্যায় শিবালয়

থানা এলাকায় তিন কক্ষ বিশিষ্ট পাকা ঘর নির্মাণ করে হতদরিদ্র কে হস্তান্তর করা হয়েছে। তাকে অন্যের বাড়িতে থাকতে হতো। এরই সাথে প্রধানমন্ত্রী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর উদ্বোধন করেছেন। যেখানে নারী পুলিশ থাকবে এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদেরকে সেবা প্রদান করা হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: