শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জের বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী  :  গতকাল ৭ মে ২০২২ খ্রি. মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ এ, এম নাঈমুর রহমান দুর্জয় এমপি প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্যে  বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি মানবতার মা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে বিশ্বনেত্রী বাংলাদেশের  উন্নয়নের রুপকার। সারাবিশ্বের প্রধানমন্ত্রীরা শেখ হাসিনার কাছে জানতে চায় বাংলাদেশে উন্নয়নের কি ম্যাজিক আছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দলের ও নৌকার পক্ষে কাজ করতে হবে।
এমপি দুর্জয় আরো বলেছেন, বিগত সাড়ে তিন বছরে দৌলতপুর-ঘিওর-শিবালয় স্কুল,কলেজের নতুন ভবন নির্মাণ, স্বাস্থ্য বিভাগের নতুন ভবন নির্মাণ, পাকা রাস্তাঘাট, ব্রিজ, কালভাট, যমুনা নদী ভাঙ্গন রোধে নদী শাসন, ড্রেজিংসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।সেই সাথে মুজিববর্ষ  উপলক্ষে যারা দু:স্থ্য গরিব জমি-জমা কিছুই নেই পাকা ঘর দিয়েছে।নৌকার বিজয় হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে।দেশে আরো বেশী বেশী উন্নয়ন হবে। তাই সকল জনগন ও নেতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক ও জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুস ছালাম, জেলা আওয়ামীলীগের সহ – সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল,যুগ্ম সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আমিরুল ইসলাম মট্টু,বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আবুল কাশেম,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড,আজিজুল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,জেলা আওয়ামীলগের সদস্য ফরিদ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির,উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দীন প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এহতেশাম রহমান ভুনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুশা,শওকত আলী খান,সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ,আনোয়ার হোসেন,প্রচার সম্পাদক মহিদুর রহমান মুক্তা, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার,ইউপি চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল,ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতোয়ার রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগনেতাকর্মীরা।
পরে দ্বিতীয় অধিবেশনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ গোলাম মহীউদ্দীন ও জেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক ও জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড:আব্দুস ছালাম বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ্যাড: আখিনুল ইসলাম চৌধুরী কে সভাপতি এবং মো: বাচ্চু সেখ  কে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করেন ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: