শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

মাত্র ১১০ বলে শেষ দুই দিনের ম্যাচ

বাঙলার জাগরণ : ঘূর্ণিঝড় অশনির কারণে একপ্রকার পণ্ডই হয়ে গেলো বিসিবি একাদশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ। দুই দিন মিলে ১৮০ ওভার খেলা হওয়ার কথা থাকলেও, বৃষ্টির বাগড়ায় দুইদিনে হয়েছে মাত্র ১৮.২ ওভার তথা ১১০ বল।

বিকেএসপি তিন নম্বর মাঠে প্রথম দিন খেলা হয়েছিল ৮.৩ ওভার। আজ দ্বিতীয় দিন দফায় দফায় বৃষ্টির মধ্যে মাঠে গড়াতে পেরেছে আর মাত্র ৯.৫ ওভার। যেখানে ১ উইকেট হারিয়ে ৫০ রান করেছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের হয়ে ব্যাটিংয়ে সুযোগ পেয়েছেন তিন জন ব্যাটার। অধিনায়ক দিমুথ করুনারত্নে আউট হয়েছেন ১৮ বলে ২ রান করে। ওশাদা ফার্নান্দো ৬৮ বলে ২৬ ও কুশল মেন্ডিস ২৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

বিসিবি একাদশের পক্ষে একমাত্র উইকেটটি নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। তিনি ৪ ওভারে ৬ রান খরচ করেন। এছাড়া আবু জায়েদ রাহি ৪ ওভারে ৮, এনামুল হক ৫ ওভারে ১৪, মুশফিক হাসান ২ ওভারে ৩ ও রিপন মন্ডল ৩.২ ওভারে দেন ১৯ রান।

অসমাপ্ত এই প্রস্তুতি ম্যাচ শেষে এবার প্রথম টেস্টের জন্য চট্টগ্রাম চলে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামীকাল রাজধানী ছেড়ে বন্দর নগরীতে চলে যাবে তারা। সেখানে দুই দিনের অনুশীলন শেষে রোববার থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: