শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

চটেছেন এমবাপ্পে

নিউজ ডেস্ক :: গত ইউরোতে ফ্রান্সের ভরাডুবির দায় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল। বাজে পারফরম্যান্সের কারণে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেই কঠিন সময়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন তাকে আগলে রাখতে যথেষ্ট করেনি। তাই রাগে-দুঃখে-অভিমানে জাতীয় দল থেকে অবসর নিতে চেয়েছিলেন পিএসজি তারকা। রোববার এক সাক্ষাৎকারে ফ্রান্সের ফুটবল প্রধান নোয়েল লো গ্রায়েতের এমন মন্তব্যে বেজায় চটেছেন এমবাপ্পে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া জবাব দিয়ে বলেছেন, সব মিথ্যা। এমবাপ্পের দাবি, সমালোচনা নয় বরং বর্ণবাদের শিকার হওয়ার দরুন তিনি ইতি টানতে চেয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের।

২০২০ ইউরো দুঃস্বপ্নের মতো কেটেছে এমবাপ্পের। পুরো টুর্নামেন্টে কোনো গোল করতে পারেননি তিনি। সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যায় ফ্রান্স। টাইব্রেকারে দলের শেষ শট মিস করে এমবাপ্পে হয়ে যান খলনায়ক। ফ্রান্সের ফেডারেশন সভাপতির ভাষ্য, পেনাল্টি ব্যর্থতার পর তাকে আগলে রাখা হয়নি বলেই জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন এমবাপ্পে।

লো গ্রায়েতের এমন মন্তব্যের জবাবে টুইটারে ফরাসি ফরোয়ার্ড লিখেছেন, সভাপতি যা বলেছেন তা সত্য নয়, ‘আমি তাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে বিষয়টি বর্ণবাদের সঙ্গে সম্পর্কিত এবং পেনাল্টিবিষয়ক নয়। কিন্তু বর্ণবাদের কোনো ঘটনা সেখানে ছিল বলে মানতেই চাননি তিনি।’

এমবাপ্পের টুইটের পর ভুল স্বীকার করে সুর বদলে ফেলেছেন লো গ্রায়েত, ‘এমবাপ্পের সঙ্গে আমি একমত। সব বুঝতে পেরেছি। ওর সঙ্গে কোনো ঝামেলা নেই আমার। বরং তার প্রতি সব সময়ই টান অনুভব করি আমি।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: