শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

পড়াশোনার জন্য বিশ্বের সেরা শহর কোনগুলো

নিউজ ডেস্ক :: পড়াশোনার জন্য আবারও বিশ্বের সেরা শহর নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। দ্বিতীয় হয়েছে জার্মানির মিউনিখ, তৃতীয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। এ বছরের কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ র‌্যাংকিংয়ে উঠে এসেছে এসব তথ্য।

প্রতি বছর শিক্ষার্থীদের সামর্থ্য, আকাঙ্ক্ষা ও মতামতের মতো বিভিন্ন বিষয় বিবেচনা করে বসবাস ও পড়াশোনার জন্য বিশ্বের সেরা শহরগুলোর র‌্যাংকিং প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস)। তবে করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালের র‌্যাংকিং প্রকাশ করা হয়নি।

গত বুধবার (২৯ জুন) প্রকাশিত হয়েছে এ বছরের তালিকা। এতে আবারও শীর্ষস্থান দখল করেছে লন্ডন। ইউসিএল (ইউনিভার্সিটি কলেজ লন্ডন), ইম্পেরিয়াল কলেজ এবং কিংস কলেজসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় রয়েছে শহরটিতে। তাই শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন থেকেই প্রধান পছন্দের জায়গা এটি।

শীর্ষ দশে থাকা বাকি শহরগুলো হচ্ছে জুরিখ, মেলবোর্ন, বার্লিন, টোকিও, প্যারিস, সিডনি ও এডিনবার্গ। এশিয়ার মধ্যে পড়াশোনার জন্য স্বাভাবিকভাবেই সেরা শহর হয়েছে সিউল। এরপর রয়েছে টোকিও, হংকং, সিঙ্গাপুর, কিয়োতো-ওসাকা-কোবে,, কুয়ালালামপুর, বেইজিং, তাইপেই, সাংহাই ও দুবাই।

১৪০ শহরের এ তালিকায় জায়গা পেয়েছে ভারতের চারটি শহর। দেশটির মধ্যে পড়াশোনার জন্য সেরা জায়গা নির্বাচিত হয়েছে মুম্বাই (১০৩তম), এরপর বেঙ্গালুরু ১১৪তম, চেন্নাই ১২৫তম এবং দিল্লি রয়েছে ১২৯তম স্থানে।

তালিকায় বাংলাদেশের কোনো শহরের নাম নেই। অন্তত আড়াই লাখ জনসংখ্যা এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে অন্তত দুটি বিশ্ববিদ্যালয় থাকলেই কেবল সেই শহরকে র্যাঙ্কিংয়ের আওতায় আনে কিউএস। ৯৮ হাজারেরও বেশি সার্ভে রেসপন্স রয়েছে তাদের, যেখানে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নির্ধারিত হয় সূচক।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: