শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে জন্মাষ্টমী পালিত

মানিক সরকার গাজীপুর প্রতিনিধি :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ভাওয়াল রাজবাড়ীস্থ শ্রী শ্রী মানিক্য মাধব মন্দির প্রঙ্গনে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।

ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি এড. সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য এড. সুনীল কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা কমিটির নির্বাহী সদস্য ডা. প্রণয় ভূষণ দাস, কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শ্রী প্রণয় কুমার দাস, সদর উপজেলা কমিটির সভাপতি শ্রী মনোজ কুমার মন্ডল জয়ন্ত, শ্রীপুর পৌর কমিটির সভাপতি অধ্যাপক শ্রী হরি নারায়ন চৌহান, কালিয়াকৈর পৌর কমিটির সভাপতি শ্রী দেবদুলাল সরকার, কালীগঞ্জ পৌর কমিটির সভাপতি শ্রী পবিত্র চন্দ্র দেবনাথ, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুবল চন্দ্র ঘোষ, জাতীয় হিন্দু মহাজোট গাজীপুর জেলা শাখার সভাপতি মানিক চন্দ্র দে প্রমুখ। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
শেষে মন্দিরে এসে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: