মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

নরসিংদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস -২০২২ উদযাপন। Transforming Literacy Learning Spaces এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে৷

বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ আফিল উদ্দিন সিকদার, প্রেসক্লাবে সভাপতি মোঃ হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল আজম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান ভুঁইয়া জাকির, ব্রাকের জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, আউট অব চিল্ড্রেন প্রোগ্রামের ডেপুটি মনিটরিং ম্যানেজার আতাউর রহমান, জেলা ম্যানেজার নয়ন কুমার সরকার, মনোহরদী উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান সরকার,বেলাব উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মিজানুর রহমান।

জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার প্রোগ্রাম অফিসার মমতাজ বেগম মিতু।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: