শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: ঘিওরে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার।

৯ সেপ্টেম্বর ২০২২ দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, বর্তমান সমাজের যুবক ও তরুনরা মারাত্বকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের ছোবলে ধ্বংস হয়ে গেছে অনেক পরিবার। মাদককের এই ভয়ংকর ছোবল থেকে মুক্তি পেতে হলে সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যে বা যারা মাদকের ব্যবসার সাথে জড়িত তাদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করতে হবে। আপনাদের সহযোগীতা পেলে সমাজ থেকে মাদক নির্মূল করা আমাদের পক্ষে সহজ হবে। আইনশৃঙ্খলা রক্ষাসহ নানা ধরণের কাজের চাপ উপেক্ষা করেও মাদক নির্মূলে মানিকগঞ্জ জেলা পুলিশ সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করুন, কেননা যারা মাদকের সাথে জড়িত তারা সকলেই আমাদের আপনজন। তাই তাদের ভবিষ্যতকে সুন্দর ও উজ্জল করতে সমাজকে মাদক মুক্ত রাখতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার, জনাব মোহাঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ,জনাব ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার জনাব অপু মোহন্ত, জেলা বিশেষ শাখা, ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদ্দুস মধু, (সভাপতি নালী ইউনিয়ন আওয়ামীলীগ), মোঃ আসাদ খান সেক্রেটারি নালী ইউনিয়ন আওয়ামী লীগসহ অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: