বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

মানিকগঞ্জের শিবালয়ে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ নিহত হয়েছে

মানিকগঞ্জ থেকে আকাশ :: চৌধুরী গ্রাম পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে , প্রতিবেশী আবু তালেবের লোকদের সঙ্গে বাড়ির পার্শ্বের ১৬ শতাংশ জমি নিয়ে ফায়জুদ্দিনের দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে, এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

গতকাল সকাল অনুমানিক ৯ ঘটিকায় প্রতিপক্ষ আবু তালেব ৫ /৭ জন সহযোগীসহ নালিশি জমি জোড়পূর্বক দখল করতে আসলে ফায়জুদ্দিন তাতে বাধা দেন। উভয় পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। ফায়জুদ্দিনকে মারধর করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরে স্থানীয়রা আহত ফায়জুদ্দিনকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আবু তালেব ও তাঁর লোকজন পলাতক রয়েছেন।

শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মামলার প্রস্তুতি ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: