বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

হাতিয়া প্রতিনিধি :: পরিবর্তিত বিশ্বের প্রবীণ ব্যাক্তির সহনশীলতা এমন প্রতিপাদ্য নিয়ে নিয়ে ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়ায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার (১ অক্টোবর) সকাল দশটায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার( রিক) এর উদ‍্যোগে হাতিয়া উপজেলা পরিষদে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব।

এ সময় আরো উপস্হিত ছিলেন হাতিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হোসেন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া ম‍্যানেজার মোঃ মিতুল খান সহ হাতিয়া উপজেলার সকল প্রবীন বৃন্দ ও অন‍্যান‍্য কর্মকর্তা বৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত সকলে প্রবীণ ব‍্যক্তিদের পারিবারিক সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানাবিধ সমস্যা সমাধান ও অধিকার প্রতিষ্ঠা আদায়ে বিভিন্ন দিক তুলে ধরেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: