রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

চির নিদ্রায় শায়িত হাতিয়ার মহিউদ্দিন চেয়ারম্যান

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি : চির নিদ্রায় শায়িত হলেন নোয়াখালী হাতিয়ার মহিউদ্দিন চেয়ারম্যান। সোমবার বিকালে চরকিং ইউনিয়নের নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বিকালে পারিবারিক কবরস্তানে তাকে দাপন করা হয়।
দাপনের আগে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয় নিজ বাড়ীর পাশে খোলা মাঠে। জানাযায়  হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ সহশ্রাধিক মানুষ এসে জমায়েত হয়। এসময় মরহুমকে এক নজর দেখতে মানুষের ভিড় লেগে যায়।
এর আগে চরকিং ইউনিয়নের ৬ বার নির্বাচিত এই জনপ্রতিনিধিকে  দেখতে তঁার বাড়ীতে আসেন হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ মোহাম্মদ আলী ও সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
মরহুমের জানাযায় উপস্থিত জনগনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ মোহাম্মদ আলী, সাবেক সংসদ অধ্যাপক ওয়ালী উল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম হোসেন , উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, হাতিয়ার বারের সভাপতি এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি খন্দকার আবুল কালাম, মরহুমের ভাই পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট ছাইফুদ্দিন আহাম্মেদ ও উপজেলা স্বেচ্চাসেবকলীগ সভাপতি মহি উদ্দিন মুহিন। উপস্থিত ছিলেন পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, পৌর কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সহ সকল শ্রেনীর মানুষ।
মহিউদ্দিন আহাম্মেদ মৃত্যুর আগ পর্যন্ত চরকিং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদকের দায়িত্ব পালন করে ছিলেন। এক মেয়ে দুই ছেলের পিতা ছিলেন তিনি।
দীর্ঘদিন থেকে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। তিনি ভারতের দিল্লিতে চিকিৎসা নিয়ে ছিলেন। মরহুম মহি উদ্দিন আহাম্মেদ হাতিয়ার প্রবীণ রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জিয়াউল হক তালুক মিয়ার বড় ছেলে। তাঁর মৃতুতে কেন্দ্রীয় আওয়ামীলীগ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ ভিন্ন ভিন্ন শোকবার্তা প্রকাশ করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: