মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। শেষ ওভারের নাটকীয়তায় রুদ্ধশ্বাস ম্যাচটিতে হারার দুঃস্মৃতি এখনও ভুলতে পারছেন না বাবর আজমরা।
কোহলি-পান্ডিয়ার অসাধারণ পারফরমেন্সে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হারের দগদগে ক্ষত নিয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান।
পার্থে বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে দুদল। আজকের ম্যাচটি যে করেই হোক নিজেদের পক্ষে রাখতে মরিয়া বাবররা। এই ম্যাচে বোলিং বিভাগে বিশেষ নজর রাখছে পাকিস্তান ক্রিকেট দল। চার পেসারকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।
পিসিবির একটি সূত্র জানিয়েছে, মোহাম্মদ ওয়াসিমকে স্কোয়াডে রাখা হবে। তাকে জায়গা করে দিতে আসিফ-হায়দার আলী এই দুজনের একজনকে বাদ দেওয়া হতে পারে।
শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের সঙ্গে ওয়াসিম জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের হাঁটুতে কাঁপন ধরাবেন। পার্থের পিস হচ্ছে বোলিং সহায়ক। সেটি মাথায় রেখেই এমন পরিবর্তনের কথা ভাবছেন বাবর আজমরা। আজকের ম্যাচে ফখর জামানও দলে রাখা হতে পারে। তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে।