মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:২১ অপরাহ্ন
জামাল শিকদার :: আন্তর্জাতিক পণ্যের নিশ্চয়তা দিতে ওয়ার্ল্ডক্লাস কসমেটিকস ব্র্যান্ড নিয়ে ohsogo.com এর অনারম্ভর ভাবে যাত্রা শুরু হয় ২ আগষ্ট ২০২২ এ একটি পাচ তারকা হোটেলে, আজ রাজধানীর বনানী১১ নাম্বার এ ইভিজা টাওয়ার এ কর্পোরেট অফিস উদ্ভোধন করেন প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল ই কমার্স হেড শোভিধ, সিওও জাহিদুল ইসলাম রনি। ফিতা এবং কেক কেটে উদ্ভোধন করেন সাথে ছিল একঝাক Ohsogo র টিম।
ohsogo বাংলাদেশে শতভাগ সঠিক মান যাচায় করে বিশ্বের নামি-দামি কসমেটিকস ব্রান্ড এর পণ্য ফ্যাশন সচেতন এবং কসমেটিক লাভারদের মাঝে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়েই বাংলাদেশে যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠানটির সিওও জাহিদুল ইসলাম রনি বলেন বাংলাদেশ এখন অনেক সৌখিন তাই
Ohsogo সঠিক দামে আসল পণ্য এবং আন্তর্জাতিক মানের গ্রাহক সেবা দিতে বদ্ধপরিকর।ইতোমধ্যে অসংখ্য সৌন্দর্য সচেতন গ্রাহকের কাছে একটি ভালাবাসার স্থান পেয়েছে আমাদের প্রতিষ্ঠান। আমরা প্রথম থেকেই একটি মূল নীতিতে অটল’গ্রাহক সেবাই প্রথম’ আর যারা গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজ তাদের সুষ্ঠ কর্মব্যবস্থা ও সুন্দর কর্মপরিবেশ তৈরির প্রথম ধাপে সুন্দর অফিস এর যাত্রা শুরু হলো।
ওহসোগো ডট কম -শতভাগ সঠিক মান নিশ্চিত করে বিশ্বের ব্রান্ড কসমেটিকস পণ্য ফ্যাশন সচেতন এবং কসমেটিক লাভারদের মাঝে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়েই বাংলাদেশে যাত্রা শুরু করে। সেবার মান ধরে রাখায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে।