মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

ফাইনালে আফ্রিদি কী পারবেন ওয়াসিম আকরাম হতে?

নিউজ ডেস্ক :: সেমিফাইনালে ভারতীয় বোলারদের পাড়ার ছেলে বানিয়ে ছেড়েছে ইংল্যান্ড। মোহাম্মদ শামি, ভুবনেশ্বর বা আর্শদীপ কোনো পেসারকেই পাত্তা দেননি দুই ইংলিশ ওপেনার জশ বাটলার ও অ্যালেক্স হলস। ভারতীয় বোলারদের তুলোধোনা করে মাত্র ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন বাটলার। অন্যদিকে ৪৭ বলে ৮৬ রানের দাপুটে ইনিংস খেলেন হলস।

ভারতীয় পেসারদের বেদম পিটুনির ম্যাচ দেখে দুশ্চিন্তা বেড়েছে পাকিস্তান শিবিরেও। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ আর নাসিম শাহের অবস্থাও কি ভারতীয় পেসারদের মতো হবে?

এমন দুশ্চিন্তায় উল্টো প্রশ্ন উঠেছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদি কী পারবেন ওয়াসিম আকরাম হতে? পারবেন কী ওয়াসিমের মতো ইংল্যান্ডের সামনে পাকিস্তানের জয়ের নায়কে পরিণত হতে?

টেস্ট আর ওয়ানডে মিলে ওয়াসিম আকরামের নামের পাশে রয়েছে ৯১৬ উইকেট। ‘সুলতান অফ সুইং’ বলা হয় তাকে। তবে কেন আফ্রিদিকে পাকিস্তানি কিংবদন্তি পেসারের সঙ্গে তুলনা?

বিষয়টি অবশ্য তুলনা হয়, কেবল ফাইনালকে ঘিরেই এই আলোচনা। বিস্তারিত বুঝতে, ফিরে যেতে হবে ৩০ বছর আগে।

১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালে এই মেলবোর্নেই পাকিস্তান ২২ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইমরান খানের দল। সে ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছিলেন ওয়াসিম আকরাম।

১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ওয়াসিম। এ সাবেক তারকার সেই পারফরম্যান্সটাই আফ্রিদির কাছ থেকে রোববার মেলবোর্নে দেখছে চায় পাকিস্তান সমর্থকরা। প্রতিপক্ষ যখন সেই ইংল্যান্ড।

সেই চাওয়াটা বেশি কিছু নয়। কারণ পাকিস্তান দলের এ সময়ের প্রধান বোলিং অস্ত্রই শাহিন শাহ আফ্রিদি। তার বোলিংয়ে রয়েছে ওয়াসিম আকরামের ছাপ। তিনিও ওয়াসিমের মতো বাঁ-হাতি পেসার।

উইকেট নিতে পারেন, মাপা বোলিংয়ে রান কম দিতে পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও শাহিন আফ্রিদি অনেক মাপা বোলিং করে কিউই ব্যাটারদের হাত খুলে খেলা থেকে বিরত রাখেন।

পাকিস্তানিদের চাওয়া, ৪ ওভারে শাহিন শাহ আফ্রিদিই পারেন ম্যাচের ভাগ্য গড়ে দিতে।কারণ ৩০ বছর আগে পাকিস্তান যখন ওয়ানডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়, তখন ওয়াসিম আকরামের দুটি ডেলিভারি বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য।

২৫০ রানের লক্ষ্য তাড়া করে নেইল ফেয়ারব্রাদার (৭০ বলে ৬২) আর অ্যালেন ল্যাম্বের (৪১ বলে ৩১) ব্যাটিং দৃঢ়তায় জয়ের পথে হাঁটতে শুরু করেছিল ইংল্যান্ড; কিন্তু ওয়াসিম আকরামের দুটি ডেলিভারিতে বদলে যায় দৃশ্যপট। ইংলিশ ইনিংসের ৩৫ নম্বর ওভারে পর পর দুই (পঞ্চম ও ষষ্ঠ বলে) অ্যালান ল্যাম্ব ও ক্রিস লুইসকে বোল্ড করে ম্যাচ ঘুরিয়ে দেন ওয়াসিম আকরাম।

তেমন কোনো ভেলকি আজ দেখাতে পারবেন কি শাহিন শাহ আফ্রিদি?


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: