বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

বিনা বেতনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল

মোঃ আলাল সরকার (কালিয়াকৈর প্রতিনিধি) :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা গ্রামের একটি বিদ্যালয় আনন্দ মাল্টিমিডিয়া স্কুল। বিদ্যালয়টি ইতোমধ্যে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধান শিক্ষিকা তন্বী মাহমুদ এর পরিচালনায় বিদ্যালয়টিতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনাবেতনে লেখাপড়া করে। সাধারণত দরিদ্র,ঋণগ্রস্থ/মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু মেধাবী এমন শিক্ষার্থীরা এখানে লেখাপড়ার সুযোগ পায়।

১৮ জন মানবিক শিক্ষক-শিক্ষিকা স্কুলটিতে শিক্ষকতা করেন। হক গ্রুপের কর্ণধার জনাব আদম তমিজি হক উক্ত বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা ও কর্মচারীদের বেতন প্রদান করে থাকেন। ২০১৯ সালের জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গাজীপুরের মধ্যে শ্রেষ্ঠ হয়।

এ ছাড়াও এবছর শিশু একাডেমি কর্তৃক আয়োজিত শেখ রাসেল রচনা প্রতিযোগিতায় কালিয়াকৈর উপজেলায় ক ও খ বিভাগে অত্র প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থী ২য় স্থান অধিকার করে। মানসম্মত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও বিদ্যালয়টি অনন্য। ২০০৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দক্ষ ও পরিশ্রমী মানবিক মানুষ গঠনে কাজ করে যাচ্ছে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা বৃন্দ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: