বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

শিবালয়ের উলাইল ইউনিয়ন আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনে এমপি দুর্জয়

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: শিবালয় উপজেলা উলাইল ইউনিয়ন আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সপহ্মের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। দলটি সফলতার সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘদিন বাংলাদেশের উন্নয়ন ও ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার ঘোষক ও সর্বাধিক অধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত সমৃদ্ধ অসম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার লহ্মে কাজ করে যাচ্ছে।

১৮ নভেম্বর ২০২২ উপজেলার রুপসা অহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, যুব-ক্রীড়া ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক এ,এম, নাঈমুর রহমান দুর্জয়।

বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা,এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী এনায়েত হোসেন টিপু,সুলতানুল আজম খান আপেল, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রহিম খান, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উদ্ধোধক, শিবালয় উপজেলা আ’লীগ সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু, প্রধান বক্তা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক,মোঃ আব্দুল কুদ্দুস, জেলা আ’লীগ সদস্য নূরে আলম সিদ্দিকী, আলী আহসান মিঠু,আসলাম মোল্লা,সুদেব ঘোস বাসু,সুভাষ মজুমদার,জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক আব্দুর রাজ্জক রাজা, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক এ কে এম মিরাজ হোসেন লালন ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান,রুনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

সন্মেলনে উলাইল ইউনিয়ন আ’লীগের নতুন কমিটিতে সভাপতি মোঃ আব্দুল মজিদ, ইনজিনিয়ার মিজানুর রহমান মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সন্মেলনে উপজেলা আ’লীগ অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে মহাদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি বাবুল আকতার খাজা, সাধারণ সম্পাদক এ এইচ এম জহিরুল ইসলাম রাসেল।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: