বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নেইমারের বিকল্প কে, কী ছক কষছেন তিতে

নিউজ ডেস্ক :: দারুণ ছন্দ নিয়ে বিশ্বকাপে এসেছিলেন নেইমার। চোটপ্রবণ নেইমার ফিট থেকে বিশ্বকাপে আসায় সমর্থকরাও স্বস্তিতে ছিলেন। কিন্তু সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই ছায়াসঙ্গীর মতো লেগে থাকা চোট আবার ফিরে এসেছে নেইমারের জীবনে। যে চোটে বিশ্বকাপ শেষ না হয়ে গেলেও অন্তত গ্রুপপর্বের দুই ম্যাচের জন্য ছিটকে দিয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে। এমন চোটে হতাশ হলেও হার মানতে চান না নেইমার। বলেছেন, ‘তিনি আবার ফিরে আসবেন।’

তবে আজ ব্রাজিল যখন নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে, তখন যে পাবে না নেইমারকে! নেইমার না থাকায় তার জায়গায় খেলবেন কে, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে নেইমারের খেলার ধরনের কারণে তার বিকল্প খুঁজে পাওয়াটা দুষ্করই হবে কোচ তিতের জন্য। কষতে হচ্ছে নতুন ছক। মাথায় রাখতে হচ্ছে ডিফেন্ডার দানিলোর খেলতে না পারার বিষয়ও। ওই দুই জায়গা পূরণে বেশিকিছু অপশন আছে কোচ তিতের হাতে।

সুইসদের বিপক্ষে নেইমারের নম্বর টেন বা প্লে মেকিং পজিশনে সেরা অপশন ভাবা হচ্ছে রদ্রিগো গোয়েসকে। রিয়াল মাদ্রিদে তিনি চলতি মৌসুমে লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে খেলেছেন। কোচ কার্লো আনচেলত্তির কৌশলের নতুনত্বে ট্রাম কার্ড তিনি। নেইমারের পজিশনে রদ্রিগোকে রেখে সার্বিয়া ম্যাচের মতো ছকেই একাদশ সাজাতে পারেন তিতে। রাইট ব্যাক দানিলোর জায়গায় খেলাতে পারেন দানি আলভেসকে।

তিতে গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নেইমার নিঃসন্দেহে এক্সটা অর্ডিনারি খেলোয়াড়। একটি ম্যাচে তিন-চারটি বিশেষ মুহূর্ত আসে। সেই মুহূর্ত তৈরি করার ক্ষেত্রে নেইমারের অবদান থাকে।আমাদের সব খেলোয়াড়ই মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত। সবারই সমান সামর্থ্য আছে।’

কোচ তিতে অবশ্য যতই বলুন যে সবারই সমান সামর্থ্য আছে, নেইমারের সামর্থ্যটা যে ব্রাজিল দলের আর সবার চেয়ে বেশি তা কারোই অজানা নয়। বলের দখল, দারুণ সব ড্রিবল, পাসে সুযোগ সৃষ্টি করা, দারুণ ফিনিশিং মিলিয়ে নেইমার ব্রাজিলের জন্য একটা ‘কমপ্লিট প্যাকেজ’।

গেল কোপা আমেরিকার প্রতি ম্যাচেই নেইমারের প্রত্যাশিত গোলে অবদান ছিল ১.৭, যা সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় লিওনেল মেসির প্রায় দুই গুণ! আর নেইমার এমন সব কাজ অবশ্য করে যাচ্ছেন শেষ ১০-১২ বছর ধরেই। এমন একজনের বিকল্প খুঁজে বের করাটা যে চাট্টিখানি কথা না। তবে নেইমারের জায়গায় যেই আসুক না কেন তার মতো পরিপূর্ণ প্যাকেজ হিসেবে পাবেন না কাউকেই। আর এই কারণেই সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে হাঁটতে দেখা যেতে পারে ভিন্ন রাস্তায়। ফরোয়ার্ড হোক বা মিডফিল্ডার, সবাইকেই নিতে হবে বাড়তি দায়িত্ব, যেটা নেইমার নিতেন, সবাইকেই এখন ভাগাভাগি করে নিতে হবে সেটা। তাতে সফল হলেই বর্তে যাবে ব্রাজিল।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: