বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

গুজরাটে বিজেপির রেকর্ড জয়ের ইঙ্গিত

নিউজ ডেস্ক :: গুজরাট বিধানসভার নির্বাচনে সোমবার দ্বিতীয় দফা ভোটের পর বুথফেরত সমীক্ষায় দেখা গেছে ক্ষমতাসীন দল বিজেপি রেকর্ড জয়ের পথে। প্রথম দফা নির্বাচনের পরই এটি আঁচ করা যাচ্ছিল। সোমবার শেষ দফার ভোটগ্রহণের পর বিভিন্ন সংবাদমাধ্যমের বুথফেরত সমীক্ষা বলছে, গুজরাটে চমক কিছু নেই।

অনায়াসেই নিজেদের প্রাধান্য ধরে রাখছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। শুধু তাই নয়, ৩৭ বছরের প্রথা ভেঙে হিমাচল প্রদেশেও বিজেপি ক্ষমতা ধরে রাখতে চলেছে বলে বিভিন্ন বুথফেরত সমীক্ষার পূর্বাভাস পাওয়া গেছে।

১৮২ আসনের গুজরাট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ৯২ আসন। বিজেপি নেতারা দাবি করছেন, পদ্ম-শিবির দেড়শর বেশি আসন পাবে।

কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) ভোট কাটাকাটির জেরে বিজেপি গুজরাটে সবচেয়ে ভালো ফল করতে পারে বলে বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গেছে।

এবার দক্ষিণ গুজরাট, আমদাবাদ-গান্ধীনগর, উত্তর গুজরাট ও কচ্ছের পাশাপাশি কংগ্রেসের ‘শক্ত ঘাঁটি’। সৌরাষ্ট্রেও বিজেপি বিপুল জয় পাবে বলে জনমত সমীক্ষাগুলো ইঙ্গিত দিয়েছে।

তবে শেষ পর্যন্ত আপকে পেছনে ফেলে কংগ্রেসই দ্বিতীয় স্থানে থাকবে বলে বিভিন্ন বুথফেরত সমীক্ষা ভবিষ্যদ্বাণী করেছে।

যদিও ভোটে এ ধরনের বুথফেরত সমীক্ষার ফল সবসময় যে সঠিক হয়, তা নয়। আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোট গণনার দিনেই আসল ফল জানা যাবে।

এর আগে ২০০২ সালের দাঙ্গাপরবর্তী বিধানসভা ভোটে বিজেপি ১২৭ আসনে জিতেছিল। সেটিই এখন পর্যন্ত মোদি-শাহের দলের সবচেয়ে ভালো ফল। অন্যদিকে, ২০১৭ সালের বিধানসভা ভোটে গুজরাটে ৯৯ আসনে জিতে টানা পঞ্চমবারের জন্য ক্ষমতায় এসেছিল বিজেপি।

কিন্তু ১৯৯০ সালের পর সেটিই ছিল বিজেপির সবচেয়ে কম আসনপ্রাপ্তি। অন্যদিকে ২০১৭ সালের বিধানসভা ভোটে ৭৭ আসনে জিতে রাজনৈতিক বিশ্লেষকদের অনেককেই চমকে দিয়েছিল কংগ্রেস।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: