বাঙলার জাগরণ
- শুক্রবার ২৪ জুলাই, ২০২০ / ২২২ বার পঠিত

হাতিয়া প্রতিনিধি : দ্বীপ উপজেলা হাতিয়ায় ‘মুজিব বর্ষের আহ্বান প্রত্যেক নাগরিক ৩টি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে উপজেলার তমরুদ্দিন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা।
হাতিয়া আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও হাতিয়া আসনের সাবেক সংসদ সদস্য হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর ছোট ছেলে মাহাতাব আলীর অর্থায়নে ও অনুপ্রেরণায় এবং উপজেলা ছাত্রলীগের দিক নির্দেশনায় বৃহস্পতিবার ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন. তমরুদ্দিন ইউনিয়নের চেয়ারম্যান ফররুখ আহমদ, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি নজরুল ইসলাম রাজু। হাতিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাজেদ উদ্দিন, মিলন হোসেন জিহাদ প্রমূখ।
এ বিষয়ে মাহতাব আলী বলেন হাতিয়া উপজেলার সব কয়টি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবেন । এবং সবসময় সুখে-দুঃখে মানুষের পাশে ছিলাম সারাজীবন মানুষের পাশে থাকবো।