শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

সুন্দরগঞ্জে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘আল-কুরআনের আলো: সেরা প্রতিভার সন্ধানে’ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ তরুণ যুব সংঘের আয়োজনে এ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মো. মাসুদুর রহমান।

সাহাবাজ আহলে হাদিস জামে মসজিদ মাঠে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল, সাংবাদিক মো. হাবিবুর রহমান হবি, সুন্দরগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা নুর আলম সিদ্দিক ও হাফেজ ক্বারী মাহমুদুল হাসান।

হাবিবুল্লাহ বিন আকতারুজ্জামান সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্য সাহাবাজ তরুণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. সোহান মিয়া, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, সদস্য শামিম, মোস্তাফিজুর রহমান রনি প্রমুখ।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উপজেলার ৬ টি মাদরাসার ১২ জন হাফেজ অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন বাহরুল উলুম ইসলামী মাদ্রাসার ছাত্র মো. ওমর ফারুক, দ্বিতীয় স্থান অর্জন করেন কাটগড়া মাওলানা আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. শরিফুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন সাতগিরি কাশফুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র নুর মোহাম্মদ, চতুর্থ স্থান অর্জন করেন উত্তর সাহাবাজ মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র মো. শামিম ইসলাম ও পঞ্চম স্থান অর্জন করেন একই মাদ্রাসার ছাত্র মো. আবু মুসা।

প্রজাপতি গ্রুপ ও আল্লাহ ভরসা ওয়ার্কশপের পৃষ্ঠপোষকতায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী প্রতিযোগিতাকে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও পাগড়ী প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক প্রতিযোগিকে পবিত্র কুরআন মাজিদ উপহার দেয়া হয়। পরে দোয়া মাহফিল শেষে ইফতার বিতরণ করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: