বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

মেসির মতো ছাপ রাখতে পারে ইয়ামাল: জাভি

বার্সেলোনার জার্সি প্রথমবার পরলেন লামিন ইয়ামাল। ৮৩ মিনিটে গাভির বদলি হয়ে মাঠে নামতেই গড়লেন ইতিহাস। কাতালান জায়ান্টদের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় অভিষেক হলো তার। ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড তার খেলা ১০ মিনিটের পুরোটা সময় মুগ্ধতা ছড়ালেন। একটি গোলও পেতে পারতেন। তাহলে তো রাতটা অবিস্মরণীয় হতো। কিন্তু জাভি হার্নান্দেজ ইয়ামালকে নিয়ে প্রচণ্ড আশাবাদী।

স্প্যানিশ শীর্ষ লিগে সব মিলিয়ে ইয়ামালের চেয়ে কম বয়সে অভিষেক হয়েছে মাত্র চারজনের। শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ৪-০ গোলের জয়ে শেষ দিকে মাঠে নামেন তিনি, বলে তা পা লেগেছে ১২ বার। এই সময়টুকু নিজের পারফরম্যান্স দিয়ে কোচকে মুগ্ধ করেছেন তিনি।

ইয়ামালের অভিষেক নিয়ে জাভি বলেছেন, ‘আমি ওকে কিছু করে দেখানোর চেষ্টা করতে বলেছিলাম এবং সে করেছে। মাত্র ১৫ বছর বয়স, কল্পনা করুন… সে স্পেশাল এবং আজ রাতে গোলও করতে পারতো, কিন্তু (বেতিস গোলকিপার রুই সিলভা) সেভ করলো।’

আগামী জুলাইয়ে ১৬ বছর পূর্ণ হবে ইয়ামালের। এরই আগে বার্সার মতো বড় ক্লাবের হয়ে খেলতে নেমে কোনও স্নায়ুচাপের ছাপ দেখা যায়নি তার চেহারায়। জাভি বললেন, ‘সে আত্মবিশ্বাস নিয়ে খেলেছে এবং সে দেখিয়ে দিয়েছে কী ধরনের। তার কোনও ভয় নেই এবং প্রতিভার ঝুলি সে। শেষ দিকে তার কিছু পাস ছিল সত্যিই দারুণ।’

এরই মধ্যে লিওনেল মেসি ও আনসু ফাতির সঙ্গে ইয়ামালকে তুলনা করা হচ্ছে, যারা তরুণ বয়সেই বার্সায় ছাপ ফেলেছেন। জাভি বললেন, ‘সেও ওদের মতোই কারণ শেষ দিকে তার যে প্রতিভা দেখা গেলো, এতটা খুঁজে পাওয়া কঠিন। লামিনকে ১৫ বছর বয়সীর মতো মনে হয়নি, সে অনেক পরিণত। সে প্রস্তুত (খেলতে) এবং ভালোভাবে অনুশীলন করছে। সে এই ক্লাবে ছাপ রাখতে পারে।’

ন্যু ক্যাম্পে ইয়ামাল পা রাখতেই ৮৮ হাজার দর্শক গর্জে ওঠে। বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা অভিভূত, ‘আমরা বেঞ্চে এনিয়ে কথা বলছিলাম। আমি মনে করি, আমার বয়স যখন ১৫ তখন আমি আমার দেশে স্থানীয় দলের হয়ে খেলছিলাম। ভক্তদের সামনে ওকে আসতে দেখে অসাধারণ লেগেছে। গোল করলে আরও ভালো হতো। কিন্তু আমি নিশ্চিত শিগগিরই সে গোল করতে যাচ্ছে।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: