বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

রমিজ রাজার দাবি : ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়’

বয়স ২৮। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন হয়ে গেছেন বাবর আজম। তার ব্যাটের দুর্দান্ত ধারাবাহিকতা হার মানাবে যে কাউকে। সাদা বলের ক্রিকেটে বর্তমান বিশ্বে বাবরের মানের ব্যাটার খুব কমই আছেন।

ওয়ানডেতে বাবর এক নম্বর, টি-টোয়েন্টিতে তিন। এমনকি টেস্টেও সেরা পাঁচে আছেন পাকিস্তানি অধিনায়ক। শুক্রবার ডানহাতি এই ব্যাটার এক ম্যাচে গড়েছেন দু’দুটি বিশ্বরেকর্ড।

ওয়ানডেতে দ্রুততম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। দ্রুততম ১৮ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। বাবরের এই রেকর্ডের রাতে আবার ইতিহাস গড়ে ওয়ানডে র্যাংকিংয়ে প্রথমবারের মতো এক নম্বরে উঠে এসেছে পাকিস্তান।

বিশ্ব ক্রিকেটে বাবরের যে প্রভাব, সেটাকে শুধু ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা যায়-এবার এমন দাবি করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পিসিবি প্রধান রমিজ রাজা।

রমিজ রাজা বলেন, ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে বিশ্বের সেরা ক্রিকেটার। এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে এ ধরনের ধারাবাহিক খেলোয়াড় আমি আর দেখিনি।’

জনপ্রিয় এই ধারাভাষ্যকার সঙ্গে যোগ করেন, ‘এমন পারফরম্যান্সের ভিত্তি হলো টেকনিক ও টেম্পারামেন্ট। তার কৌশলগত কোনো সমস্যা নেই। সেটা ঘাসের উইকেট হোক কিংবা করাচির মতো উইকেট, যেখানে বোলররা সংগ্রাম করে, তেমন উইকেট হোক।’

রমিজ মনে করেন, ‘পাকিস্তান দল যে এক নম্বর হয়েছে সেটা বাবরের কারণেই। তার ভাষায়, সে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান করতে ছাড়িয়ে গেছে ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিদের। এটা বড় এক অর্জন। পাকিস্তান যে ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে তার কারণেই।’

সূত্র: ক্রিকেট পাকিস্তান


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: