শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

দেশ ও নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন তাসকিন

বাংলাদেশের ক্রিকেট আর আগের জায়গায় নেই। সবাই নিজের প্রতিভা আর পরিশ্রমের সম্মিলেন গড়ে তুলছেন নিজেদের। উন্নতি হচ্ছে সব বিভাগেই। গত দুটো সিরিজ ধরে পেস বোলাররা আছেন দারুণ ছন্দে। বর্তমান বাংলাদেশে পেস বিভাগের সবচেয়ে বড় নাম তাসকিন আহমেদ। চোটের কারণে নেই ইংল্যান্ডে চলমান আয়ারল্যান্ড সিরিজে। তাই বলে বসে নেই তিনি। কাজ করছেন নিজেকে নিয়ে। সাজাচ্ছেন স্বপ্ন। ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে কাজ করছেন পুনর্বাসন নিয়ে।

আজ মঙ্গলবার (৯ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তাসকিন। নিজের পূনর্বাসন প্রক্রিয়া নিয়ে তাসকিন বলেন, ‘খুব সুন্দর প্রক্রিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া চলছে। আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী এক দেড় সপ্তাহের মধ্যে অল্প অল্প করে বোলিং শুরু করব। আল্লাহ যদি চান, আফগানিস্তান সিরিজের আগে দলে ফিরতে পারব।’

সামনে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি। আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ। সেসব নিয়ে বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের স্পিডস্টার তাসকিন। তিনি বলেন, ‘সামনে অনেক বড় বড় খেলা আছে। নিজের ভেতর বড় স্বপ্ন আছে। এ জন্যই এত কষ্ট করা, যাতে দেশের হয়ে আরও ভালো কিছু দিতে পারি।’

বাংলাদেশ দলে ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন তাসকিন। হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসা। উন্নতি করছে গোটা পেস বিভাগ। আগামীর পেস বোলিংয়ের নেতা তার পেস বিভাগ নিয়ে জানালেন, ‘আমাদের পেস ইউনিট একদিন বিশ্বমানের হবে। আগের চেয়ে উন্নত হয়েছে। সবাই অনেক কঠোর পরিশ্রম করছে। সামনে বড় বড় ইভেন্ট আছে। সামনে আরও অনেক উন্নতি দেখা যাবে।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: