শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

নতুন সামাজিক সংগঠন `জাতীয় সমন্বয় কমিটি’র আত্মপ্রকাশ

কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রতিবাদকারী একঝাঁক তরুণ নেতার নেতৃত্বে বাকস্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, মানবিক মর্যাদাশীল রাষ্ট্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য `জাতীয় সমন্বয় কমিটি’ নামে নতুন একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনের সভাপতি হানিফ বাংলাদেশির সভাপতিত্বে এবং মেহেদি হাসানের সঞ্চালনায় আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোজাম্মেল মিয়াজী। মূল প্রবন্ধ পাঠক করেন সুরাইয়া ইয়াসমিন, সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজ । এ সময় আরো বক্তব্য রাখেন, ছাত্রনেতা ইউসুফ শাকিল, রেশমা আক্তার, শামশুল আলম, অধ্যাপক আজিজুল রহমান মিঠু প্রমুখ।

সংগঠনের সভাপতি হানিফ বাংলাদেশী বলেন, ‘সরকার ও রাষ্ট্র ভিন্ন বিষয়। কিন্তু এখন সরকার এবং রাষ্ট্র এক ও অভিন্ন হয়েছে। বিদেশে পাচার করা টাকা ফেরত এনে যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে ‘

তিনি বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা এখন বিদেশমুখী। কেউ মনে করে আমেরিকা, জাপান তাদেরকে ক্ষমতায় এনে দিবে। আরেক দল মনে করে ভারত, চীন ও রাশিয়া তাদেরকে ক্ষমতায় থাকার জন্য সহায়ক হবে। এমতাবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি আরো বলেন, আজকে আমাদের আংশিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব দ্রুত আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: