বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শামীম আহম্মেদ জয়, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুম-২৩’র ধান- চাল সংগ্রহের কার্যক্রম শুরু হলো।

বুধবার (২৪ মে) বিকাল ৪ টায় মতলব উত্তর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভ‚মি) মো. আল এমরান খাঁন।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল সালামের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু কালাম আজাদ প্রমুখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আল এমরান খাঁন জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৫২৯ মেট্টিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ও ৩০ মেট্টিক টন চাল ৪৪ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: