বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক বিজিবি সদস্যকে উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার সীমান্ত ঘেষা গ্রাম কল্যানপুরে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অ়ভিযোগে আরিফুর রহমান (৩১) নামে এক বিজিবি সদস্যকে আটক করে এলাকাবাসী। পরে বেশ কিছু বিজবি সদস্যরা গ্রামবাসীর বাধা উপেক্ষা করে আটক বিজিবি সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় পত্নীতলা বিজিবির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

২ জুন শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার সীমান্ত ঘেঁষা কল্যানপুর গ্রামে প্রবাসী হাসানের বাড়িতে তাঁর স্ত্রী নার্গিস বেগমের (২২) সাথে অনৈতিক সম্পর্কের অ়ভিযোগ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬বিজিবির সদস্য আরিফুর রহমানকে এলাকাবাসী আটক করে। পরে সন্ধ্যার দিকে পত্নীতলা ১৪ বিজিবির অধীন কড়িয়া ও ভুটিয়াপাড়া বিওপির বিজিবি সদস্যরা গ্রামবাসীর বাধা উপেক্ষা করে আটক বিজিবি সদস্যকে বাড়ি তুলে নিয়ে যায়। এসময় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।

আটক চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবি সদস্য আরিফুর রহমান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের মোস্তফার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, কল্যাণপুর গ্রামে প্রবাসী হাসানের বাড়িতে পুর্বে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধীন জয়পুরহাটের কয়া বিওপির বিজিবি সদস্য আরিফুর রহমানকে অনৈতিক অভিযোগে স্থানীয় লোকজন আটক করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছি। যেহেতু আরিফুর রহমান বিজিবি সদস্য সে কারণে আমি কোন সমাধান দিতে পারিনি। পরে বিজিবি সদস্যরা আরিফুর রহমানকে উদ্ধার করে তাদের গাড়িতে করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মুনসুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসী হাসানের স্ত্রীর কাছে আরিফুর রহমান নামে এক বিজিবি সদস্য অবৈধভাবে দিনে রাতে যাতায়াত করে। এতে আমাদের গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। শুক্রবার গভীর রাতে বিজিবি সদস্য আরিফুর হাসানের বাড়িতে প্রবেশ করে। গ্রামবাসীরা জানতে পেরে বাড়িটি ঘিরিয়ে রাখে। পরে দুপুরের দিকে উৎসুক লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে কড়িয়া ও ভুটিয়াপাড়া বিওপি ১৪ বিজিবির সদস্যরা রোকজনকে তাড়িয়ে দিয়ে জোরপুর্বক বিজিবি সদস্যকে তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এসময় গ্রামবাসীদে উত্তেজনা বৃদ্ধি পায়। তিনি এর সুস্ঠু বিচার দাবী করেন।

পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হামিদ উদ্দিন, পিএসসি, বলেন, আটক বিজিবির আরিফুর রহমান ইতোপূর্বে কড়িয়া ১৪ বিওপিতে কর্মরত ছিল। এসময় কল্যানপুর গ্রামের প্রবাসী হাসানের স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে উঠে। বর্তমানে ওই বিজিবি সদস্য চুয়াডাঙ্গা ৬ বিজিবিতে কর্মরত। সেখান সে কল্যানপুর গ্রামে ওই প্রবাসীর বাড়িতে আসলে স্থানীয় লোকজন আটক করে রাখে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।

এ ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: