মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম
সুন্দরগঞ্জে নাতি বউকে ধর্ষণ চেষ্টা ধামা চাপা দিতে হত্যার হুমকি  ইমারত নির্মাণে কাউন্সিলরের বাঁধা, ভুয়া প্রকৌশলী সাজিয়ে চাঁদা আদায়ের অভিযোগ শিবালয় থানার আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা বিষয়ক মতবিনিময় শ্রীবরদীতে নবাগত ওসির সাথে জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের মতবিনিময় ভিসা প্রক্রিয়াকরণে কর্মী‌দের হয়রা‌নিতে রাষ্ট্রদূ‌তের উষ্মা প্রকাশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশি তোরসা সাকিবকে রেখেই ধর্মশালা চলে গেল মিরাজরা আইনের দোহাইয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় পদার্থের নোবেল রাজশাহীতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালিত

গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

গোপন নথি সংক্রান্ত মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে ক্লাসিফায়েড ফাইল আটকে রাখাসহ সাতটি অভিযোগ রয়েছে। যদিও অভিযোগগুলো এখনো প্রকাশ করা হয়নি। খবর বিবিসি।

ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযোগ গঠন করা হলো। তবে সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম ফেডারেল অভিযোগ।

এদিকে ২০২৪ সালের মার্কিন নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প।

নিজেকে নির্দোষ দাবি করে ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে ট্রাম্প বলেছিলেন, গত মঙ্গলবার মিয়ামির একটি ফেডারেল আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়েছিল। যেখানে তার বিরুদ্ধে অভিযোগের শুনানি করা হবে।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমি কখনো ভাবিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্টের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। ’

তিনি বলেন, ‘এটি সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার দিন। আমরা গুরুতর এবং দ্রুত পতনের একটি দেশ হয়ে যাচ্ছি। কিন্তু একসঙ্গে আমরা আমেরিকাকে আবার মহান করব!’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: